কোচবিহার

কোচবিহারের ছিটমহলবাসীদের সমস্যা খতিয়ে দেখলেন কেন্দ্রীয় দলের সদস্য সহ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কেন্দ্রীয় দল ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সামনে অভিযোগ জানাতে গিয়ে কেঁদে দিলেন দিনহাটা শিবিরের বাসিন্দা লাইজি বেগম। বাংলাদেশ ঘেরা ভারতীয় ছিটমহল দাসিয়ারছড়া থেকে এসে এই শিবিরে আশ্রয় নিয়েছেন তিনি। মঙ্গলবার দিনহাটার কৃষি খামারের মাঠে ওপার থেকে এসে শিবিরে আশ্রয় নেওয়া ছিটমহল বাসীদের সাথে কথা বলেন কেন্দ্রীয় সরকারের তিন সদস্যের প্রতিনিধি দল। এদিন দিনহাটার বাত্রিগাছ সাবেক ছিটমহল এলাকার কমিউনিটি হল ও অঙ্গনওয়ারী কেন্দ্রের কাজ ঘুরে দেখে প্রতিনিধি দলটি। 

উল্লেখ্য, ভারত বাংলাদেশের মাঝে ১৬২ টি ছিটমহল বিনিময়ের পরে ওপারে ভারতীয় ছিটমহল থেকে এপাড়ে আসতে ইচ্ছুকরা এসেছিলেন। তাদের মধ্যে ৯২১ জন আশ্রয় নেন কোচবিহার জেলায় প্রশাসনের তৈরি শিবিরে। তাদের দিনহাটা, মেখলিগঞ্জ ও হলদিবাড়িতে তিনটি শিবির তৈরি করে সেখানেই রেশনের সুবিধা দেওয়া হয়। এবারে এই অস্থায়ী শিবির থেকে তাদের ফ্ল্যাট বাড়িতে স্থানান্তরিত করা হবে বলে জানা যায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/XCK09Rw79qE